লিডিং ইউনিভার্সিটির ছাত্র মুন্না ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

লিডিং ইউনিভার্সিটির ছাত্র মুন্না ৭ দিনের রিমান্ডে

leding munnaবিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীর সদস্য ও বেসরকারি লিডিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব ইকবাল মুন্নাকে ৭ দিনের রিমান্ড নেয়ার আদেশ নিয়েছেন আদালত।
বুধবার (৩ আগস্ট) সিলেট মুখ্য মহানগর হাকিম-১ এর বিচারক সাইফুজ্জাম হিরোর আদালতে হাজির করে পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ জুলাই রাতে ঢাকা বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটে মামলা থাকায় সিলেটে আনা হয়।
পুলিশ সূত্র জানায়  ২০১১ সালে তাকে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে আটক করা হয়েছিল। পরে সে জামিনে মুক্তি পায়।
জানা যায়,  মুন্না সিলেট নগরীর খাসদবীর বন্ধন আবাসিক এলাকার এফ-১ নম্বর বাসার মৃত আবদুল বাছিরের ছেলে। সে  লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
এর আগেও একই অভিযোগে লিডিং ইউনিভার্সিটির আরও দুই ছাত্র আটক রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল