সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য মনোনিত করায় অভিনন্দন জানিয়েছেন সিলেটের ১৩ উপজেলা ও ৪টি পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালি ফসল এম ইলিয়াস আলীর সুদৃঢ় নেতৃত্বে সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশে বিএনপি যখন মজবুত অবস্থান তৈরী করছিল ঠিক তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে গুম করে রাখা হয় এম ইলিয়াস আলীকে। বিএনপিতে জননেতা এম ইলিয়াস আলীর অবদানের মূল্যায়ন স্বরূপ তাঁর অনুপস্থিতে তাঁরই সুযোগ্য সহধর্মীনি সাবেক ছাত্রদল নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদে স্থান দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জননেতা এম ইলিয়াস আলী যেভাবে সিলেট অঞ্চলে বৃহৎ সংগঠন বিএনপিকে ঐক্যবদ্ধ করেছিলেন আশা করি তাহসিনা রুশদির লুনা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং তাহসিনা রুশদির লুনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেট এর সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারে প্রতি দাবি জানান। বিবৃতিদাতারা হলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আফরুজ মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নিহার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নছিরুল হক শাহিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক জিলাল আহমদ চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মসিকুর রহমান মহি, সাধারণ সম্পদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানি বাজার পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি হাজী উসমান গণি, সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল, সধারণ সম্পদক আব্দুস শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, ওসমানিনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক তাজ মো: ফখর উদ্দিন চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গিরদার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd