শতাধিক পরিবারের নিরাপত্তা চেয়ে উপ-পুলিশ কমিশনারের কাছে আবেদন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

শতাধিক পরিবারের নিরাপত্তা চেয়ে উপ-পুলিশ কমিশনারের কাছে আবেদন

সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়া সৈয়দানবাগ এলাকার বাসিন্দা ১২০টি পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে এসএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)’র কাছে আবেদন করেছেন এলাকাবাসী।
শনিবার (১৯ নভেম্বর) সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার বাসু দেব বণিক’র কাছে জানমালের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন নগরীর শিবগঞ্জ সাদারপাড়া সৈয়দানবাগ সৈয়দ মিজানুর রহমান (বশির মিয়া)’র কলোনীতে বসবাস কারী ১২০টি পরিবারের পক্ষে মোক্তার হোসেন।
জানা যায়, দীর্ঘ দিন যাবত বশির মিয়া’র কলোনীতে ১২০টি পরিবার বসবাস করে আসছে। গত ১২ নভেম্বর কলোনীর একটি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে পাশ্ববর্তী সৈয়দ বাবুল গংদের সাথে বিরোধ দেখা দেওয়ার পর থেকে অত্র এলাকার চিহিৃত সন্ত্রাসী কালা নয়ন, ককটেল সাব্বির, আফজল, মামুন ও তাদের বাহিনী নিয়ে প্রতিদিন অস্ত্র-স্বস্ত্র নিয়ে মহড়া চালায়। তারা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় স্থানীয় জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতি রাতে আরজু মিয়া ও সমু মিয়ার বাড়ীতে সন্ত্রাসীরা অস্ত্র-স্বস্ত্র সহ জড়ো হয়। খাওয়া ধাওয়া করে এবং তাদের কলোনীতে মহড়া দিয়ে হুমকী প্রদান করে। গত ১৬ নভেম্বর কলোনীর কেয়াটেকার কাজল মিয়ার নিকট বিশ হাজার টাকা চাঁদা দাবী করা হয়েছে বলে দরখাস্ত সূত্রে জানা যায়। দরখাস্তে আরো উল্লেখ করা হয়েছে চাঁদা না দেওয়ার তাকে লোহার রড় ও পাইপ দিয়ে ব্যাপক মারধর করে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ১৮ নভেম্বর শাহপরান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলোনীর কেয়াটেকার কাজল মিয়া। বর্তমানে অত্যন্ত আতংক ও ভয়ভীতির মধ্যে দিয়ে কলোনীতে বসবাস করছেন কলোনীর বাসিন্দরা।
দরখাস্তে ১২০টি পরিবারের নিরাপত্তাার কথা চিন্তা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল