সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬
প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, দীর্ঘ সময় কারাবন্দী আমার দেশ পত্রিকার সম্পাদক ও দেশের বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বনামধন্য ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, দীর্ঘ সময় কারাবন্দী আমার দেশ পত্রিকার সম্পাদক ও দেশের বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না কারাগারে আটক আছেন।
বিবৃতিতে তারা বলেন, ন্যায় বিচারের স্বার্থে বিচারাধীন বন্দীর জামিন পাওয়ার অধিকার থাকলেও বর্তমান সরকারের আমলে তা পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে।
দেশে ন্যায় বিচার সম্পর্কে মানুষের মনের উদ্বেগ ও সংশয় দূর করার জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে ভিন্নমত পোষণ করার গণতান্ত্রিক অধিকারের স্বার্থে উপরোক্ত ব্যক্তিদের পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই মুক্তি দাবি করেন ৯০’ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হচ্ছেন: আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, সালাউদ্দিন তরুন প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd