সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
তারিকুল ইসলাম:-কোম্পানীগঞ্জের ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের প্রবাসে অবস্থানরত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকাদেরকে নিয়ে গঠিত বর্ণী প্রবাসী ঐক্য পরিষদ নামে একটি সমাজসেবী সংগঠন।
উক্ত সংগঠনের পূর্ব কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় ১৬ জানুয়ারী বিকাল ০৪ টার সময় বাংলাদেশে অবস্থানরত উপদেষ্টা কমিটি এবং প্রবাসের আহ্বায়ক কমিটি দ্বারা পরোক্ষ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উলূম বর্ণী মাদ্রাসার অফিস কক্ষে আলোচনা সভার মাধ্যমে দুই বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার তমিজ উদ্দিন সভাপতিত্বে ও নুমান আহমদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, বাবুল আহমেদ, মাওলানা মুহিব,বশরুল ইসলাম,
হাফিজ আব্দুল মজিদ, আল-আমীন,সায়েম আহমেদ,শাহ জাহান,অইজ উদ্দিন।
সহকারী নির্বাচন কমিশনার মাওলানা আবুল হোসাইন নব গঠিত প্রবাসী ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করেন।
সৌদি আরব প্রবাসী আলহাজ্ব শহীদুল হক শহীদকে সভাপতি এবং সৌদি আরব প্রবাসী ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সিনিয়র সহ-সভাপতি সেবুল আহমদ (কাতার,সহ-সভাপতি আনছার আলী (কুয়েত),মহিবুল ইসলাম সৌদি আরব, আত্তর আলী (দুবাই),শওকত আলী কাতার,নূর ইসলাম (দুবাই),আকবর আলী সৌদি আরব, বাবুল আহমেদ বাহরাইন,ইরশাদ আলী (বাহরাইন), জৈন উদ্দিন সৌদি আরব, আলী হোসেন (সৌদি আরব), আরজদ আলী (দুবাই),যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন মাহমুদ (সৌদি আরব), মেহের উদ্দিন (সৌদি আরব),মাওলানা ওয়ারিস আলী (ওমান),আহমদ আলী দুবাই,দুদু মিয়া (সৌদি আরব), খালেদ আহমদ (সৌদি আরব), দুলাল আহমদ (ওমান),আব্দুল জলিল (সৌদি আরব),রইছ মিয়া (কাতার)।
সাংগঠনিক সম্পাদক আনছার আহমদ (সৌদি আরব), সহ-সাংগঠনিক আল-আমীন (সৌদি আরব), সাহেদ ওমান,আঃরহিম সৌদি আরব, আব্দুল ওদুদ (সৌদি আরব), সোহেল আহমদ (ওমান)।
কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ আনছার (ওমান)।প্রচার সম্পাদক এনামুল হক (সৌদি আরব), সহ-প্রচার সম্পাদক রশীদ আহমদ (সৌদি আরব), সায়েম আহমেদ (সৌদি আরব),শামসু (সৌদি), শামসুদ্দিন (ওমান)।
ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফয়সল আহমেদ (ওমান), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সৌদি আরব)। শিক্ষা বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন (সৌদি),সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ (সৌদি), নুরুজ্জামান (সৌদি), দপ্তর সম্পাদক অফিক মাহমুদ (সৌদি), সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী (সৌদি), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম আহমদ (সৌদি), সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান (ওমান),মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুন্নূর (মালয়েশিয়া), সহ- মানবাধিকার বিষয়ক সম্পাদক শওকত (ওমান),যোগাযোগ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান (ওমান),সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ছৈল মিয়া (ওমান),স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাচ্চা মিয়া (ওমান),সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক জুনু মিয়া (কাতার),তথ্য বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন (সৌদি), সহ-তথ্য বিষয়ক সম্পাদক আল-আমীন (সৌদি)।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুলামীন (সৌদি), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিক (সৌদি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ (সৌদি আরব), সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ান (সৌদি), কর্মসংস্থান সম্পাদক নুর উদ্দিন (সৌদি), সহ-কর্ম সংস্থান সম্পাদক ইমাম উদ্দিন (ওমান),পাঠাগার সম্পাদক জিয়াউর রহমান (ওমান),সহ পাঠাগার সম্পাদক আব্দুল কাদির (সৌদি)।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গুলজার আহমেদ (ওমান),সহ-সাংস্কৃতিক সম্পাদক ফরিদ উদ্দিন (মালয়েশিয়া)।
আইনও বিচার বিষয়ক সম্পাদক মজফর আলী দুবাই,সহ-আইন ও বিচার বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন (ওমান),ক্রিড়া সম্পাদক রুহুল আমীন (সৌদি),সহ-ক্রিড়া সম্পাদক নেছার আহমেদ (সৌদি আরব প্রবাসী) ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd