২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে সিলেটে কর্মরত সম্মুখভাগের যোদ্ধাদের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও কোকা-কোলার যৌথ উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরন কার্য্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট জেলার একমাত্র করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোভিড ১৯ প্রতিরোধে কর্মরত স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের রোগীদের জন্য হাসপাতালের অধীক্ষক ডাঃ সুশাান্ত কুমার মহাপাত্র এর কাছে বিনামূল্যে প্রদানকৃত পানীয় হস্তান্তর করেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেণ্ট সিলেট ইউনিটের কার্যকারী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল,মো: সাইফুর রহমান খোকন,মো:সোয়েব আহমদ,মো: মজির উদ্দিন,মো: মস্তাক আহমদ পলাশ,মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা: সুধাময় মজুমদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোকা-কোলা’র পক্ষে পানি প্রদান কোভিড-১৯ অপারেশন টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো. নাজিম খাঁন, কোকাকোলার সেলস ম্যানেজার আলতাফ মিয়া, কোভিড-১৯ অপারেশন টিমের উপ-সমন্বয়ক ও যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সেবা উপ তত্বাবধায়ক নিহারী রানী দাস, ও ওয়ার্ড মাষ্টার নজরুল ইসলাম প্রমুখ।
পানি গ্রহনকালে শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ডাঃ সুশাান্ত কুমার মহাপাত্র বলেন,করোনা মহামারীতে সরকার আপ্রান চেষ্টা করছে সবধরনের সহযোগীতার সাথে সাথে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে সহযোগীতা করা নৈতিক দায়িত্ব। তিনি করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের রেড ক্রিসেন্ট ও কোকা-কোলার বিশুদ্ধ পানি উপহার প্রদানের উদ্যোগকে অত্যন্ত প্রসংসনীয় বরে ধন্যবাদ জানান।।
উল্লেখ্য মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে সিলেটে কমরত সম্মুখভাগের যোদ্ধাদের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও কোকা-কোলার যৌথ উদ্যোগে ২শ’ কেস বিশুদ্ধ পানি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কোতোয়ালি মডেল থানা, জেলা প্রশাসক কার্যালয়, সিলেট রেড ক্রিসেন্ট অফিস, জালালাবাদ সেনাবাহিনী ক্যাম্পসহ বিভিন্ন প্রশাসনিক দফতর ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের উপহার প্রদান করা হয়। বিশুদ্ধ পানি উপহার কর্মসূচী ৮ সপ্তাহ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D