শহীদ মিনারে জুতা পায়ে আ.লীগ নেতাকর্মীরা!

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

শহীদ মিনারে জুতা পায়ে আ.লীগ নেতাকর্মীরা!

13912456_958906460884858_6291724271457755262_nজাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আয়োজন ছিল। অথচ শ্রদ্ধা জানাতে এসে উল্টো শহিদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠে অশ্রদ্ধা প্রদর্শন করতে দেখা গেল বেশ কিছু আওয়ামীলীগ নেতা কর্মীদের।
সোমবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল থেকেই আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে শোক দিবসের ফুল দিতে আসেন। শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠা নিষেধ থাকলেও অনেকেই তা মানেননি। সিলেট মহানগর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসা প্রায় সবাইকেই জুতা পায়ে বেদিতে উঠতে দেখা গেছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ” আমরা যখন শ্রদ্ধা জানাতে যাই তখন এসব বিষয় সতর্ক থাকি। আমাদের নজরের বাইরে হয়ত কেউ এমন করেছে। তবে যারাই জুতে পায়ে শহীদ মিনারে উঠেছে তারা খুব অন্যায় করেছে। এটা খুব দুঃখজনক। আমরা অবশ্যই এ ব্যাপারে খোঁজ নিব।”
এ ব্যাপারে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু কে বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। জাতির জনকের প্রতি শোক জানানো কোন আনন্দ উৎসব নয়, এটা গভীর শ্রদ্ধাবোধের ব্যাপার। যাদের ভেতরে শ্রদ্ধাবোধ থেকে আত্মপ্রচারের প্রয়াস বেশি থাকে তারাই এসব কাজ করে। জুতা পায়ে শহীদ বেদিতে উঠার মধ্য দিয়ে তারা একই সাথে বঙ্গবন্ধু ও ভাষা শহীদদের প্রতি অসাম্মান প্রদর্শন করেছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল