সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
শাবি প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বর হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহিম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, মৃন্ময় দাস ঝুটন, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান এবং উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শিক্ষা-শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিবে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd