২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) হলে দায়িত্বরত এক পুলিশের বিরুদ্ধে ক্যাম্পাসে বেশ কয়েকজন ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে শাহপরান হল থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
অভিযুক্ত ওই পুলিশ সদস্য মিজানুর রহমান পুলিশের কনস্টেবল হিসেবে জালালাবাদ থানায় কর্মরত আছেন।
অভিযোগকারী ছাত্রীরা জানান, গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণিত ও সিএসই বিভাগের খেলা চলার সময় ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওই পুলিশ সদস্য। শিক্ষার্থীরা তাত্ক্ষণিক প্রতিবাদ জানালে পরে তাকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে শাবির যৌন নিরোধ কেন্দ্রের সভাপতি অধ্যাপক ইয়াসমীন হক বলেন, নিয়মিত ক্যাম্পাসে এমন ঘটনা ঘটলেও প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা তো তদন্ত করে পাঠাই, কিন্তু প্রশাসন সেরকম কোনো ব্যবস্থাই নেয় না। যার ফলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই।
অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D