সিলেট ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের পাশ্ববর্তী টিলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) এমন ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তাকর্মী শাহিনূর মিয়া জানান, দুপুরে শাহপরান হলের পশ্চিম পাশের টিলায় এমন অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। এরই মধ্যে দমকল বাহিনীর গাড়ি এসে হাজির হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল জানান, ‘আগুন কিভাবে লেগেছে তা জানা যায় নি। ঘটনাস্থলে শাহপরান হলের সহকারী প্রভোস্ট হাজির হোন। নিরাপত্তাকর্মী ও দমকল বাহিনীর সহায়তায় আগুন নেভানো হয়েছে। কিছু শুকনা পাতা ও ছোটগাছ জ্বলে গেছে। এতে শাহপরান হল বা টিলার বড়ধরণের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় নি।
দৈনিক সিলেটের দিনকাল /আমছাল /২৫মার্চ২০২১
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd