২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭
বিশিষ্ট শিক্ষাাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শামসুল হুদা আর নেই। আজ ৩০ জানুয়ারি ভোর সাড়ে ৬টায় নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৩০ জানুয়ারি বাদ আসর দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদে নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
প্রফেসর শামসুল হুদা ১৯৩৭ খ্রিস্টাব্দের ৩০ আগস্ট বিয়ানিবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা আবদুল মান্নান কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। ১৯৬৫ খ্রিস্টাব্দে রংপুর সরকারি কলেজে শিক্ষকতার মাধ্যমে প্রফেসর শামসুল হুদার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি খুলনা সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। তিনি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ খ্রিস্টাব্দে তিনি সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৪ খ্রিস্টাব্দে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য মরহুমের কনিষ্ট জামাতা সাবেক প্রধান মন্ত্রীর সহকারী প্রেসসচিব মুশফিকুল ফজল আনসারি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D