সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত ইনায়া মেনশনের চতুর্থ তলায় ছাত্রীদের মেসে তালা ভেঙ্গে রুমে ঢোকার চষ্টা করে এক বহিরাগত যুবক। এ ঘটনায় এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াসহ শ্লীলতাহানী করেছে বলে অভিযোগ ওঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ইনায়া মেনশনের চারতলার ফ্ল্যাটের মূল গেটের দরজা ভেঙ্গে করিডোরে প্রবেশ করে এক বহিরাগত যুবক। এসময় দুইটি ফ্ল্যাটের তালা ভাঙ্গার চেষ্টা করে সে। তালা ভাঙ্গার চেষ্টাকালে পাশের ফ্ল্যাটে থাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তা দেখে চিৎকার করে ওঠে। এসময় ওই ছাত্রীকে গালিগালাজসহ শ্লীলতাহানীর চেষ্টা করে ও হুমকি দেয় ঐ যুবক। পরে ওই ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে সে। এসময় মেসের ছাত্রীরা নিচে নেমে চিৎকার দিয়ে মানুষ জড়ো করে। পরে ওই যুবককে আটক করে গনপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে এ ঘটনা ঘটার পনে আধা ঘন্টারও বেশি সময় পার হয়ে গেলেও ঘটনাস্থলে দেখা যায় নি প্রক্টরিয়াল বডির সদস্যদের কাউকে। এ নিয়ে নিজেদের নিরাপত্তাসহ বিভিন্ন প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঘটনায় আধা ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও কোনো শিক্ষককে সেখানে দেখা যায় নি। যুবকে আটক করার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে আসেন। তাহলে বিশ্ববিদ্যালয় থেকে দূরে যারা থাকা তারা কতোটুকু নিরাপদে আছে তা নিয়ে আমরা সন্দিহান।’
তবে বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইনায়া মেনশনের মালিক মামলা জিডি করেছে। এছাড়া আমরা ঐ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের একজন গার্ড মোতায়েন করেছি এবং মালিক পক্ষ ঐ বাসার নিচে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd