১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রোববার বেলা এগারোটার দিকে ছদরুদ্দিন আহমদকে পরিবাহী অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে আসলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাযার নামাজের প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ড. ছদরুদ্দিনের ছোট জামাতা রুমান ইউনুস, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভ’ইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ সামসুল আলম।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শুরুতে প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ চৌধুরীর অবদান তুলে ধরেন। দেশ একজন বরেণ্য শিক্ষাবিদ হারালো বলেন মন্তব্য করেন তারা।
এসময় তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। বেলা এগারোটা দশে তার জানাযার নামায শুরু হয়। জানাযার নামাজ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মতিউর রহমান।
পরবর্তীতে কফিনে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে তার প্রতিনিধিদল, শাবি পরিবারের পক্ষে বর্তমান ভাইস চ্যান্সেলর ড. আমিনূল হক ভূইয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিকৃবি ভিসি ড. মো. গোলাম শাহি আলম, সাবেক এমপি বেগম জেবুন্নেসা হক, শাবির প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
পরবর্তীতে তার লাশ গ্রামের বাড়ি গোলাপগঞ্জের ফুলবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
শিক্ষক সমিতির শোকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, পদার্থ বিজ্ঞানী ও গবেষক, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক প্রফেসর ড. ছদরুদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাহজালাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক মুহিবুল আলম এক শোকবার্তায় এ শোক জানান।
শোকবার্তায় শিক্ষক সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D