সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
বন্ধুদের কাছে স্নেহার পরিচয় টোল পড়া মেয়ে হিসেবে। গালে পড়া টোল যেন তার মিষ্টি হাসিকে করে আরও বেশি সুন্দর। ডিম্পল বা টোলকে বেশ আগে থেকেই ধরা হয় সৌন্দর্যের প্রতীক। গাল কিংবা থুতনিতে থাকা টোল থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
কিন্তু এবার জানা যাচ্ছে বিপরীতধর্মী এক সত্য। কোনো সৌন্দর্যের প্রতীক নয়, বরং শারীরিক ত্রুটির ফল হলো টোল।
কীভাবে টোলের সৃষ্টি হয়?
আমাদের হাসির জন্য দায়ী মাংসপেশিকে বলা হয় জাইগোম্যাটিক মেজর। এটি আমাদের মুখ তির্যকভাবে বাঁকা করে হাসতে সাহায্য করে। মানুষের গালের হাড় থেকে মুখের প্রান্ত পর্যন্ত এই মাংসপেশি বিস্তৃত। এই পেশির ত্রুটির কারণে টোলের সৃষ্টি হয়।
স্বাভাবিকের চাইতে এই পেশির আকার ছোট হলে কিংবা এটি দুই ভাগে বিভাজিত হলে থুতনিতে বা গালে টোল পড়ে। গালের টোল কেবল হাসলে দেখা গেলেও থুতনির টোল সবসময়ই দেখা যায়। সাধারণত, যাদের টোল পড়ে তাদের দুই গালেই টোল পড়ে। তবে মাঝেমধ্যে কিছু কিছু মানুষের এক গালেও টোল দেখা যায়। যদিও এই সংখ্যা নগণ্য।
কেন টোল পড়ে?
গবেষণা অনুযায়ী জেনেটিক কারণে টোল পড়ে। যদিও কে কেউ এর বিরোধিতাও করেন। বিভিন্ন হিসাব অনুযায়ী, মা কিংবা বাবা কারো একজনের টোল থাকলে সন্তানের টোল থাকার সম্ভাবনা ২৫ থেকে ৫৯ শতাংশ।
এক্ষেত্রে দুজনের একজনের টোল সৃষ্টিকারী জীন সন্তানের মধ্যে থাকলেই চলবে। আর যদি মা-বাবা দুজনেরই টোল থাকে সেক্ষেত্রে সন্তানের টোল থাকার সম্ভাবনা ৫০-১০০%। আর যদি মা-বাবার কারোর টোল না থাকে তবে সন্তানের টোল থাকার সম্ভাবনা নেই, যদিনা সে কোন জেনেটিক মিউটেশনের শিকার হয়। অনেকসময় মুখে অতিরিক্ত চর্বি জমলেও গালে টোল পড়ে।
যে কারণেই হোক না কেন, গালে বা থুতনিতে টোল পড়া কোনো সৌন্দর্যের প্রতীক নয়। এটি স্বাস্থ্যের ত্রুটি। এমনটাই জানা যাচ্ছে।
লাইফস্টাইল
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd