১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বিমানের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে বিমানবন্দরের কস্টমস কর্মকর্তারা ওই বিমানে তল্লাশি চালিয়ে আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এ সোনা জব্দ করে। ঢাকা কাস্টম হাউজের সহকারি পরিচালক এইচ এম আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টায় দোহা থেকে কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ঢাকায় নামে। অবতরণের আগেই ওই বিমানে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে আসছে, তাদের কাছে এমন গোপন সংবাদ ছিল।
আহসান কবির জানান, বিমানটি অবতরণের পর সেটিতে কাস্টম হাউজের কর্মকর্তারা তল্লাশি চালান। এক পর্যায়ে একটি আসনের নিচ থেকে ১০০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ১১ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানান এই কাস্টম কর্মকর্তা। আহসান কবির আরও জানান, স্বর্ণের এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D