সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে মঙ্গলবার প্রথম পর্বের একটি খেলা সমাপ্ত হয়েছে। তাতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে জগন্নাথপুর উপজেলার দল সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি। তারা ১-০গোলে হারিয়েছে কানাইঘাট উপজেলার দল ‘বহুমুখি ফুটবল ক্লাবকে’।
ম্যাচ সেরাও নির্বাচিত হন মুন্না। খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন টুর্ণামেন্টের স্পন্সর ‘পালকি’ রেষ্টুরেন্টের প্রোঃ কবির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়া, টুর্ণামেন্টের উপদেষ্টা আব্দুল হান্নান শাহাদত, আব্দুল আহাদ প্রমূখ।
বুধবার (১৩নভেম্বর) ১ম পর্বের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় মুখোমুখি হবে উদয়ন যুব সংঘ এবং সমবেত যুব সমাজ। আজকের খেলাটি পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, শামিম আহমদ এবং মিন্টু আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।
নিজস্ব প্রতিবেদক