শাহ আব্দুল করিম স্বরণে ভাটির গান

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

শাহ আব্দুল করিম স্বরণে ভাটির গান

বছরে শুরুতে শাহ আব্দুল করিম স্বরণে শিল্পী আকরাম ও মাছুমে’র ভাটির গান নিয়ে যাত্রা শুরু।

আমির হোসেন সাগরঃবিদায় ২০১৬ সাল।স্বাগত ২০১৭ বছরের প্রথম মাস জানুয়ারীর প্রথম দিনে বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্বরণে সিলেটের কন্ঠ শিল্পী মাছুম ও আকরামের ডুয়েট গানের অ্যালবাম “ভাটির গান “নামে বাজারে এসেছে ঢাকার মেলোডি মিউজিক এর পরিবেশনায় ও নাছিমা মিউজিক টাচ্ এর প্রযোজনায়।
অ্যালবামে রয়েছে বাউল শাহ আব্দুল করিমের ১০ টি গান,টাকা পয়সা,ভবসাগরে,পিরিতি,মাটির পিঞ্জিরা,মায়ার জ্বালে,মন মজালে,রঙ্গীলা বারই,গানে মিলে,সখি ও করিমের খবর নিয়।গানের সঙ্গীত করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এরফান টিপু।
গানে মানসম্পন্ন মিউজিক ভিডিও এর পরিচালনা করেছেন কামরুল চৌঃ ।তাছাড়া
মেলোডি মিউজিক এর ব্যানারে ইন্টারনেটে প্রকাশিত হবে মিউজিক ভিডিও গান গুলি।খুব শিঘ্রই ভক্তদের লক্ষ রাখতে হবে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব।