২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ট্রাজেডির পুনরাবৃত্তি ঘটেছে। থানা পুলিশের শেল্টারে অবৈধ পাথর উত্তোলনকালে শনিবার (১১ফেব্র“য়ারী) সন্ধ্যায় মাটিচাপায় আরো ৩শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাছুম বিল্লাহ ঘটনাস্থলে রয়েছেন। উপজেলার চিকাডহর গ্রামের রফিক উল্লাহর পুত্র অবৈধপাথর উত্তেকালনকারী করিমের গর্তেই এ ঘটনা ঘটে। গর্তমালিক করিমকে আটক করা হয়েছে। ঘটনার সাথে সাথে সন্ধ্যে ৭টায় কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছ আলমকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। মাটি চাপায় মৃত একজনের নাম পাওয়া গেছে তিনি হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের পুত্র আনিছ (৩৫)। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বাকি দুইজনের পরিচয় পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যে সাড়ে ৫টার দিকে পাথর উত্তোলনকালে করিমের গর্তে বেশ কয়েকজন শ্রমিক মাটি চাপা পড়ে। এদের মধ্যে গুরুতর আহত পাথর শ্রমিক আব্দুল মন্নান(৩৫), আব্দুল গফুর ও মিজানুর রহমানকে তাৎক্ষনিক কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে এবং সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। এর আগে গত ২৩ জানুয়ারী শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনকালে আঞ্জু মিয়ার গর্তে মাটি চাপায় ৬শ্রমিকের প্রাণহানী এবং ২ফেব্র“য়ারী ১জনের প্রাণহানী ঘটেছিল। ওই ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ‘বখরাখোর’ ওসি বায়েছ আলমকে দায়ী করে পুলিশ ও জেলা প্রশাসন তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল। গতকাল শনিবার আবারো মাটিচাপা ও শ্রমিকদের হতাহতের ঘটনার সাথে সাথেই ওসি বায়েছকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আল আলমকে ষ্ট্যান্ডরিলিজের খবরে উপজেলার কলাবাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছল ও মিষ্টি বিতরন করা হয়। ওসি বায়েছ আলমের প্রত্যক্ষ মদদে শাহআরেফিন টিলাসহ বিভিন্ন কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন করা হচ্ছিল এবং ওসি বায়েছ আলম দৈনিক ৭লাখ টাকা বখরা আদায় করতেন বলে অভিযোগে প্রকাশ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D