সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৬
নারায়নগঞ্জে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কাান্তির ভদ্রের ‘দৃষ্ঠান্তমূলক শাস্তি’ দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান। শুক্রবার সিলেট নগরীতে শ্যামল কান্তির শাস্তির দাবিতে মিছিল শেষে তিনি এ দাবি জানান।
লেখিকা তসলিমা নাসরিনের মাথার দাম ঘোষণার মধ্যদিয়ে দেশজুড়ে আলোচনায় উঠে আসা সিলেটের জামেয়া মাদানিয়া কাজিরবাজারের প্রিন্সিপাল হাবীবুর রহমান বলেন, স্কুল শিক্ষক শ্যামল কান্তি প্রকাশ্য আল্লাহ সম্পর্কে কটুক্তি করেছে, ধর্মপ্রাণ জনতার চাপে কান ধরানো হয়েছে অথচ সরকারের কর্তা ব্যক্তিদের মন্তব্যে মনে হয়- আল্লাহ-রাসুল (স.) এর মর্যাদার চেয়ে কটুক্তিকারী শিক্ষকের মর্যাদা বেশি। অভিযুক্ত শিক্ষক মানুষ গড়ার কারিগর, শিক্ষক সমাজের কলংক- তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদেশের কোন ধর্মের মানুষই আল্লাহ-রাসুলের অবমাননা বরদাশ করবে না।
তিনি আরো বলেন, নাস্তিকদের কোন ধর্ম নাই। ওরা সকল ধর্মের শত্রু। তারা জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চায়। ওদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা হাবীব নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিবর্জিত কোন শিক্ষানীতি জাতি মেনে নিবেনা উল্লেখ করে বলেন, আলেম-উলামাদের সাথে পরামর্শ করে গণমুখী আল্লাহ ভীরু শিক্ষানীতি প্রবর্তন করতে হবে।
শুক্রবার জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেট এর উদ্যোগে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি কর্তৃক ’আল্লাহর অবমাননা ও নৈতিকতা বিবর্জিত জাতীয় শিক্ষানীতির’ প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছমিউর রহমান মুছার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ওয়েছ আহমদ, ছাত্রনেতা ওবায়দুর রহমান তারেক, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম, শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, সাদিক ছালিম প্রমুখ।
শুক্রবার বা’দ জুম্মা জামেয়া মাদানিয়া চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd