২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আসছেন। তাই শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত করা হয় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষা। মন্ত্রীকে স্বাগত জানাতে পৌর শহরের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় ও দিরাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃষ্টি উপেক্ষা করে প্রায় ২ ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। এসময় দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক অন্য দুই সহপাঠীর সাথে দিয়ে মজলিশপুরস্থ বাসায় পাঠান। এ নিয়ে অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যপারে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিন্দিতা রায় চৌধুরী বলেন,২০১২ সালে শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড় করানোর বিরুদ্ধে আইন হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদের শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড় করাতে হচ্ছে। দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন বলেন- সবার সিদ্ধান্তেই আমরা ছাত্রদেরকে রাস্তায় দাঁড় করিয়েছি। উপজেলার ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক বলেন, শিক্ষামন্ত্রী আসবেন তাই প্রতিষ্ঠানের সব শিক্ষক নিয়ে আমরা উপজেলা সদরে এসেছি। শনিবারের পরীক্ষা পরবর্তীতে সময় নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, আমরা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য করিনি। অনুিষ্টতব্য পরীক্ষা অনিবার্য কারণে পিছিয়ে পরবর্তী কোনো একদিন নিতে পারবে বলে বিধান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D