১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬
৩১ অক্টোবর ২০১৬, সোমবার: শিগগিরই দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি ভোলাগঞ্জের অচলাবস্থার নিরসন হচ্ছে। এই কোয়ারি সচল করতে প্রধানমন্ত্রীর সাথেও কথা হয়েছে, তাই শিগগিরই হয়তো একটি সমাধান মিলবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমেদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ‘ভোলাগঞ্জ পাথর কোয়ারী সম্পর্কে তিনি গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ২৭ অক্টোবর সাক্ষাৎ করে বিস্তারিত বলেছেন। প্রধানমন্ত্রী কেবল খেটে খাওয়া মানুষের কথা ভেবে কোয়ারী খুলে দেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে, প্রধানমন্ত্রী বলেছেন, বোমা মেশিন দিয়ে আর পাথর উত্তোলন করা যাবে না। বরং কোয়ারী খুলে দেয়া হলে পূর্বের ন্যায় সনাতন পদ্ধতিতেই পাথর উত্তোলন করতে হবে। এতে শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হবে।’
এমপি ইমরান বলেন, ‘অতিরঞ্জিত কোন কিছু ভাল নয়। সমাধানের পথ না খুঁজে শুধু গরম বক্তৃতা দিলে চলবে না। কোয়ারী সম্পর্কে আমাদের দরকার একটি সমাধান। বোমা মেশিন দিয়ে অনেকেই হয়ত লাভবান হয়ে চলে গেছে। কিন্তু, ক্ষতিটা এলাকার মানুষের জন্য রয়ে গেছে।’
তিনি বলেন, ‘ধলাই নদী যেখানে ছিল ২শ’ ফুট, এখন সেটা হয়ে গেছে ২ হাজার ফুট। সরকারি হোক আর ব্যক্তি মালিকানা যে পরিমাণ জমি নদীগর্ভে চলে গেছে, সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না।’
এমপি ইমরান আরো বলেন, ‘এখানকার লোকজন কে কি করছে, কোন সংগঠন কি করে, আর কোন ব্যবসায়ী কি করে, সেসব বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরণের তথ্য যায়। কোয়ারী খুলে দেয়া হলে আমরা যেন আর ভুলের পুনরাবৃত্তি না করি।’
আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘শিগগিরই যাতে কোয়ারী খুলে দেয়া হয়, সে চেষ্টা আমি করে যাচ্ছি, প্রয়োজনে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাব। তবে, যে পদ্ধতিতে পাথর উত্তোলন করতে বলা হবে, দয়া করে তার বাইরে কিছু করতে যাবেন না।’
ইউপি আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাক্তার আব্দুন নুর, ওসি বায়েছ আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইয়াকুব আলী, চেয়ারম্যান বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা এম সুহেল আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D