শিববাড়ীতে র্তীর রাজু যুব সমাজকে টেলে দিচ্ছে ছিনতাই ও চুরির দিকে

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

শিববাড়ীতে র্তীর রাজু যুব সমাজকে টেলে দিচ্ছে ছিনতাই ও চুরির দিকে

ভারতীয় শিলং জুয়ার আসর তীর খেলার বোর্ড বসিয়ে মানুষকে জোরপূর্বক র্তীর খেলতে বাধ্য করা এবং তাদের দানের টাকা পয়সা জোরপূর্বক ভয় দেখিয়ে চিনিয়ে নেওয়া হচ্ছে। জুয়ারীদের টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। খেটে খাওয়া নীরিহ মানুষদের প্রতি নিয়তো হুমকির মুখে রাখা এরকম শত শত অভিযোগ রাজু ও তার বাহীনির উপরে। প্রকাশ্য সে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসির অভিযোগ। পুলিশ দেখেও না দেখার মধ্যে দিয়ে চলছে। এলাকার যুব সমাজ বিনষ্ট সহ নানা ধরনের অপরাদের দিকে টেলে দিচ্ছে এই র্তীর ব্যবসা। টাকা  না পেয়ে যুবকরা ছিনতাই, চুরি সহ নানা ধরনের অপরাধে ক্রমাগত ভাবে লিপ্ত হচ্ছে।
র্তীর পরিচালনাকারীরা পুলিশকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক চাঁদার মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করে আসছে। যদি অনতিবিলম্বে এই ধরনের ব্যবসা বন্ধ না করা হয়। শিববাড়ীর এলাকার আরো কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষনা দেবেন স্থানী এলাকাবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল