সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
সিলেট নগরীর আখালিয়াস্থ নেহারীপাড়ায় অষ্টম শ্রেণীর ছাত্র রায়হান আহমদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর মদিনা মার্কেট পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে নূরানী সমাজ কল্যাণ সংস্থা, সমবায়ী সেবা সংস্থা ও সিলেট সোসিও ইকোনোমিক ডেভোলপমেন্ট অরগানাইজেশনসহ এলাকাবাসী। রাজন হত্যার পর আবারো শিশু নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠেছে সিলেটের রাজপথসহ প্রত্যন্ত অঞ্চল।
এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সিটি কর্পোরেশন অঞ্চলের সভাপতি রেহানা ফারুক শিরীন এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জিতু।
জালাল আহমদ সামু এর পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, শিশু রায়হানের মা ফাতেমা জান্নাত, স্বজন সমাজ কল্য্ণা সংস্থার সভাপতি এম এ জব্বার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রামীম আহমদ জামিল, ফয়সল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব আহমদ, রাশিদুল ইসলাম, শাহিন আহমদ, রাজিম আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজকের নতুন প্রজন্মের শিশুরাই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার। তাই যেখানে শিশুদের ¯েœহ-ভালবাসা দেয়ার কথা সেখানে কিছু পাষন্ড লোক শিশুদের হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতন করছে। শিশু রাজন হত্যার রেশ মিলিয়ে যেতে না যেতেই এবার শিশু রায়হানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এসব বর্বর হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, শিশু নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে না আসায় তারা দিনদিন বেপরোয়া হয়ে ওঠছে। বক্তারা রায়হানের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
মানববন্ধনে শিশু রায়হানের মা ফাতেমা জান্নাত আবেগতাড়িত কন্ঠে বলেন, আমার ছেলে এখন মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল তারা এখনো প্রকাশ্যে ঘুরছে। তারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনি হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd