১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
ফুল মিয়া
শীত মৌসুমে শহরতলী টুকেরবাজারে পাইকারী সবজির সয়লাব। সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় শীতকালীন সবজির ভালো ফলন হয়। এবার ওই সব এলাকায় হরেক রকম শীতকালিন সবজির বাম্পার ফলন হয়েছে। তাই এবারের শীত মৌসুমে বাজার সয়লাব শীতের সবজিতে। আর স্থানীয়ভাবে উৎপাদিত এসব সবজিতে ক্ষতিকারক কোনো উপাদান না থাকায় ক্রেতারাও পাচ্ছেন সতেজ সবজি। এখানকার স্থানীয় চাষিরা সবজি নিয়ে আসেন সাঝ সকালে বিক্রির জন্য। বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শসা, বেগুন, টমেটো, শিম, কাচামরিচ, করলা, লাল শাক, লাই শাক, ডেঙ্গার শাক, লাউ, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা। এসব সবজি বাজারে শীতের শুরতে আসতে শুর করেছে এবং তা ব্যাপক হারে বিক্রিও হচ্ছে। আকিলপুরের কৃষক সামছুল হক জানান, এখানকার সবজি সারা দেশে যায়। চাহিদা খুব বেশী। বিভিন্ন বাজারের পাইকারী ব্যবসায়ীরা এখান থেকে ট্রাকে ও ভ্যানগাড়ী করে সবজি নিয়ে যায়। বেগুন, টমেটো, উৎপাদিত সবজির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। প্রতি কেজি টমেটো ৬০ টাকা হারে বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা, শসা প্রতি কেজি ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। টুকের বাজারে যেসব সবজি আসে তার বেশিরভাগই স্থানীয় টুকেরবাজার, কুমারগাঁও, নাজিরেরগাঁও, লামাকাজি, আকিলপুর, তিলকপুর, বলাউড়া, কান্দিগাঁও, মোল্লারগাঁও, সাদিপুর, সোনাতলা, শিবেরবাজার, চাতল, মাসুক বাজার, মুক্তিরগাঁও, মিরেগাঁও সহ সুরমা নদীর তীরের চরাঞ্চল এলাকায় উৎপন্ন করা সবজি। এদিকে বাজারে আকর্ষণ এখন শীতকালীন সবজিতেই। শীতকালীন এসব সবজীর দামও হাতের নাগালে রয়েছে বলে সিলেটের দিনকালকে জানিয়েছেন টুকেরবাজার থেকে সবজি নিতে আসা নগরীর রিকাবী বাজারের এক সবজি ক্রেতা। সবজি ক্রেতারা জানিয়েছেন, বাজারে লোকাল সবজি আসায় সবজির দাম কমতে শুর করেছে। সরবরাহ বেশী হলে দাম সাধারণ মানুষের নাগালে চলে আসবে। অপরদিকে সবজি বিক্রেতারা জানিয়েছেন স্থানীয় ভাবে উৎপাদিত সবজি পর্যাপ্ত পরিমান বাজারে আসছে না। তাই একটু বেশি দামে ক্রয় করতে হয়। আশাকরি কয়েক দিনের মধ্যে লোকাল সবজি প্রচুর পরিমান বাজারে আসবে। এতে দাম আরোও কমে যাবে সিলেট রেলগেইট সবজি বিক্রেতা জানান, টুকেরবাজারের শাক-সবজি পাইকারী কেনাবেচা হয়। এছাড়া এখানে সব লোকাল সবজি পাওয়া যায় । আমরা টুকেরবাজার থেকে পাইকারি সবজি কিনে নিয়ে বাজারে এসে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেশি দরে বিক্রি করে থাকি। কিরা সবজি নিয়ে আসা বলাউরা গ্রামের কৃষক সবুজ আলী জানান, এবার ২ একর কৃষি জমিতে সবজি চাষ করেছি। সবজির ফলন ভাল হওয়ায় দামও পাচ্ছি ভাল। আশা করি যা খরচ করেছি তা উঠে এসে লাভের মুখও দেখব।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D