শীতকালীন ভ্রমন সিলেট টু কক্সবাজার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

শীতকালীন ভ্রমন সিলেট টু কক্সবাজার

সুধী
আসসালামু আলাইকুম
শীতকালীন ভ্রমন ৫০জনের একটি টিম যাবে সিলেট টু কক্সবাজার। আসছে আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্র“য়ারী, রোজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সিলেট টু কক্সবাজার শীতকালীন ভ্রমনের আয়োজন করেছে সিলেটের অনলাইন নিউজ পোর্টাল “সিলেটসংবাদটুয়েন্টিফোরডটকম (sylhetsangbad24.com)| সরাসরি সিলেট থেকে বাস যোগে স্বপরিবারে কিংবা একাও যেতে পারবেন। আগ্রহী ভ্রমণপিপাসুরা খুব শীঘ্রই যোগাযোগ করুন।
বিস্তারিত: ১৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাতে বাস যোগে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ১৭ ফেব্র“য়ারী শুক্রবার সকালে কক্সবাজার পৌছাবে। পরে ১৭ ও ১৮ তারিখ পুরো দিন কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের পর শনিবার রাতে সিলেটের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বে টিমটি।
ব্যক্তিগত খরচ ছাড়া যাত্রা শুরু থেকে সকালে নাস্তা-দুপুর ও রাতের খাবার এবং হোটেল ভাড়া সহ প্যাকেজ খরচ আসবে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা।

যোগাযোগ:
নুরুল ইসলাম (০১৭১৮৫৩৮০৪৫)
কামাল হোসেন সরকার (০১৭১২৫৬১০৯৯)
শামীম আহমদ (০১৭১৭৬২৬৫৬২)
অফিস: অনন্যা নেট, সহির প্লাজা, পূর্ব জিন্দাবাজার, সিলেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল