৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬
শুক্র ও শনিবার ৬ হাজার কারাবন্দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে নতুন কারাগারে নেয়া হবে।
বৃহস্পতিবার বিকালে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে শুক্রবার সকালে কারা ফটকের সামনে প্রেস ব্রিফিং হবে। এ সময় আইজি (প্রিজন) সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেবেন।
৬ হাজার বন্দি স্থানান্তরের মাধ্যমে ২২৮ বছর পর দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের নতুন ঠিকানায় যাচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা-মাওয়া সড়কের বাঁ পাশে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ১৯৪ একর জমির উপর তৈরি হয়েছে নতুন কারাগার।
১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ কারাগারটি উদ্বোধন করেন। তবে কারাগারটি পুরোপুরি ব্যবহার উপযোগী না হওয়ায় স্থানান্তর করতে দেরি হচ্ছিল।
কারা সূত্র জানায়, ইতিমধ্যে অনেক জিনিসপত্র কেরানীগঞ্জের নতুন কারাগারে সরিয়ে নেয়া হয়েছে। বন্দিদের নেয়া হবে প্রিজন ভ্যানে করে। এসব বন্দির সবাই পুরুষ। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব নারী ও শিশু বন্দিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
নতুন কারাগারে বন্দি স্থানান্তরের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য রাস্তায় রাস্তায় প্রহরায় নিয়োজিত থাকবেন।
১৭৮৮ সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড চালুর মাধ্যমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যাত্রা শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D