শেখ হাসিনাকে আবারো সভানেত্রী হিসেবে চায় দলীয় নেতারা

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

শেখ হাসিনাকে আবারো সভানেত্রী হিসেবে চায় দলীয় নেতারা

04-42-696x740২৩ অক্টোবর ২০১৬, রবিবার: দলীয় দায়িত্ব থেকে অবসরের ইচ্ছে প্রকাশ করার পর ‘না, না’ করে দলীয় নেতারা একসঙ্গে শেখ হাসিনাকে স্বপদে থাকার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের সময় এ পরিবেশের সৃষ্টি হয়।

অধিবেশনের শুরুতেই দলীয় সভাপতি শেখ হাসিনা উদ্বোধনী বক্তব্যে বলেন, আমার বয়স ৭০ পেরিয়েছে, বয়স হয়ে গেছে। ৩৫ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছি। যখন জয়ের বয়স ১০ বছর, পুতুলের বয়স ৮ বছর; এসময় তাদের ফেলে রেখে আমি দলের নেতৃত্ব দিয়েছি।

তিনি বলেন, ছেলেমেয়েকে, পরিবারকে সময় দিতে পারিনি। আমি আওয়ামী লীগের, আমি আপনাদের। জীবনের সবটুকু সময় দিয়েছি আমি আওয়ামী লীগকে। এখন আমি অবসরে যেতে চাই।

শেখ হাসিনা বলেন, শুধু আমাকে নিয়ে ভাবলে চলবে না। আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হবে। নতুন নেতৃত্ব নির্বাচন করে দলের ভবিষৎ চিন্তা করতে হবে।

এসময় কাউন্সিলররা ‘মানি না, মানি না; আপনাকে থাকতে হবে’ বলে অনুরোধ জানান। পরে শেখ হাসিনা বলেন, আরো সময় আছে। পরও এ বিষয়ে কথা বলা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল