সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬
শোকের আগস্টের শুরুর প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পঁচাত্তরের ১৫ আগস্ট কিছু সংখ্যক উচ্ছশৃঙ্খল সেনা সদস্য বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। বাঙালির ইতিহাসের শোকাবহ মাসটি যথাযথ মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।
কর্মসূচি অনুযায়ি শোকের মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিতে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার করেছেন তারা।
১৯৭৫ সালের এ মাসে ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় স্বপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোকাবহ সে দিনটি স্মরণ করে মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করেন আওয়ামী লীগ নেতা কর্মীরা।
দলের সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। জাতির জনকের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি অনুযায়ি আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হবে।
জঙ্গিবাদ রুখতে শোকের মাসে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেন নেতা কর্মীরা। যে কোনো মূল্যে জঙ্গিবাদ নামের অপশক্তির মোকাবেলা করে এর মূল উৎপাটন করে বঙ্গবন্ধুর গড়া নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ তৈরির কাজে এগিয়ে যাবেন বলে দলের পক্ষ থেকে অঙ্গীকার করেন পংকজ দেবনাথ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd