শ্রমিক দলের সমাবেশ কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মে ১, ২০১৬

শ্রমিক দলের সমাবেশ  কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

BNP-at-Soharawardi-2মহান মে দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশস্থল কানায়-কানায় পূর্ণ হয়ে গেছে। লাখো জনতার স্লোগানে-স্লোগানে মুখরিত ঐতিহাসিক এ উদ্যান।

সমাবেশের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে একটু পরেই রওনা হবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টায় তিনি বক্তব্য দিবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নেতাকর্মীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্যানের ভেতরে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং তীব্র গরমে পানি পাণের জন্য ওয়াসার পানির ব্যবস্থা করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর সমাবেশের আয়োজনকারী সংগঠন শ্রমিক দল ওয়াসার পানির ব্যবস্থা করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল