সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ২, ২০১৬
সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পিতা তোতা মিয়া বাদি হয়ে রবিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট কোতোয়ালী মেডেল থানায় ৬জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত নামা আরো ৬/৭ জন আসামি রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।
মামলার আসামিরা হলেন— সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭ নং শাহারপাড়া মুরাদাবাদ এলাকার বাসিন্দা ইসমত উল্লার ছেলে জামাল উদ্দিন (২৫), একই উপজেলার ৭ নং শাহারপাড়া সৈয়দপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে লিটন আহমদ হরফে ছইলা লিটন (৩০), কোতোয়ালী থানার বাসিন্দা আঙ্গুরা বেগমের ছেলে রুহেল আহমদ (৩২), জগন্নাথপুর থানার তেগরী গ্রামের বাসিন্দা এখলাছ মিয়ার ছেলে মুরছালিন (৩৫), একই গ্রামের বাসিন্দা আব্দুল হাই’র ছেলে শাহিনুর (২৯) ও বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা মো. কামাল হরফে দা কামাল (৩০)।
তাদের মধ্যে জামাল উদ্দিন নগরীর শামীমাবাদ এলাকায় মজনু মিয়ার কলোনিতে, লিটন শামীমাবাদ এলাকায়, মুরছালিন শামীমাবাদ ৬ নং রোডে, শাহিনুর শামীমাবাদ এলাকায় ও দা কামাল শহরতলী তেমুখীস্থ হাবিব রেস্টুরেস্টে থাকে।
এর আগে রবিবার সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকায় নির্মাণ শ্রমিক ইসমাইল হোসেন (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইসমাইল হোসেন শামীমাবাদ এলাকার ১২৬ নং বাসার তোতা মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বার ইউনিয়নে পূর্ববাগ গ্রামে
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd