শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা উন্নয়নকল্পে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা উন্নয়নকল্পে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

srimongoll-map-pivনূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা উন্নয়নকল্পে পুলিশ বাহিনীর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক। এসময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সহসভাপতি ইসমাইল মাহমুদ, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, দিপংকর ভট্টাচার্য লিটন, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, সহ সম্পাদক ইমাম হোসেন সোয়েল প্রমুখ। মতবিনিময় সভায় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, জনগণের কল্যানে পুলিশ ও সাংবাদিকদের লক্ষ এক। তাই শ্রীমঙ্গলের আইন শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিক ও পুলিশ একত্রে কাজ করার আহবান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল