সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
বিকাশ দাশ মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের ধাক্বায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৫ টার সময় শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি, আহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩৫)।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইনচার্জ আজিজুল হক রাজন জানান, সার্ভিসকর্মীরা খবর পেয়ে দ্রুত আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নিহত ব্যক্তিকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক বলেন, ভোরে শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিলো, পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd