২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭
নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে চলছে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের ডাকে অনির্দিষ্ট কালের ধর্মঘট। গতকাল বিকাল ৫ টায় বিজিবির একজন সদস্যের সাথে স্থানীয় একজন পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সদস্যরা অতর্কিত ভাবে হামলা চালায় স্থানীয় পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, পথচারী ও নিরীহ জনতার উপর। সাধারণ মানুষ উক্ত হামলার প্রতিবাদ করতে গেলে তারা মানুষের উপর গুলিবর্ষণ করে ফলে কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় শ্রীমঙ্গল। বিজিবির হামলায় পরিবহণ শ্রমিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ সহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং ৬ জন গুলিবিদ্ধ হয়। সাংবাদিক সহ বিভিন মানুষ ছবি তুলতে চাইলে তাদের মোবাইল ফোন ও ক্যামেরা কেরে নেয় বিজিবির সদস্যরা।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ৮ টার দিকে শহরস্থ চৌমুহনায় জড়ো হতে থাকে পরিবহন শ্রমিক, ব্যবসায়ী সহ হাজারো সাধারণ মানুষ। চৌমুহনায় জড়ো হয়ে তারা সমাবেশ করে এবং সেই সমাবেশ থেকে ব্যবসায়ী নেতারা এবং পরিবহণ শ্রমিক নেতারা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেন। যার ফলে আজ সকাল ০৬ টা থেকে শুরু হয় ধর্মঘট। ভোর থেকেই ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা রাস্তা অবরুদ্ধ করে রাখে। শহরে কয়েকটি রিকশা ছাড়া আর তেমন কিছুই চলাচল করতে দেখা যায় নি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D