শ্রীমঙ্গলে চুরি ডাকাতি ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

শ্রীমঙ্গলে চুরি ডাকাতি ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

received_214340188998155নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে চুরি ডাকাতি ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সচেতন শ্রীমঙ্গলবাসীর ব্যানারে ১লা নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় শহরের চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে সকলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিদিনই কুনো না কুনো বাসা বাড়ীতে চুরি ডাকাতি হচ্ছে এবং ঘরে ঢুকে নির্যাতন করছে। গত ৬ মাসে প্রায় অর্ধশতাধিক বাসা বাড়িতে চুরি ডাকাতি সংগঠিত হয়েছে এ থেকে শ্রীমঙ্গলবাসী মুক্তি চায়। একের পর এক চুরি ডাকাতির ঘটনায় প্রশাসনের ব্যর্থতা বলেই দাবী করেন এবং এর পরিত্রাণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলেন বক্তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট জনাব সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাব সহসভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মিজানুর রশিদ চৌধুরী হিমেল, ব্যবসায়ী মোছাব্বির আলী মুন্না, মোঃ আক্তার হোসেন, সাংবাদিক আবুজার বাবলা, অনুজ কান্তি দাশ সহ সমাজ কর্মী নিতেশ সূত্রধর প্রমুখ।

(০১ নভেম্বর ২০১৬. মঙ্গলবার)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল