২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারের পাশে সরকারি ছড়া দখল করার অভিযোগ করেছেন এলাকাবাসী। ছড়ার বেশ কিছু অংশ দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করায় বাজারের পাশে দিয়ে ছড়ায় পানি নিষ্কাশনে বাঁধা প্রাপ্ত হচ্ছে। এতে এলাকার প্রায় সাড়ে ৩শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েন।
এলাকাবাসী জানান, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই ভোগান্তিতে আছেন তারা। গত বৃহস্পতিবার (৪ জুন) সকালে এলাকাবাসী বাজারের প্রবেশে ব্রিজের উপর বাঁশের ব্যারিকেড দিয়ে এর প্রতিবাদ জানান।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী সঞ্জয় মোহন সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির তদন্ত করে দেখবে ছড়ার পাশে কারা সরকারি জমি দখল করে আছে। পরে সরকারি জায়গা ছেড়ে দিতে দখলদারদের নোটিশ দেয়া হবে। স্বেচ্ছায় জায়গা না ছাড়লে প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ছড়াটি দখল মুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D