শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তর’র বিরুদ্ধে আদিবাসী জনগনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তর’র বিরুদ্ধে আদিবাসী জনগনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

20161023175841নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে খাসী সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও বাস্তবতা বর্জিত রিপোর্ট এবং দুর্নীতিবাজ ও অসৎ বন কর্মকর্তাদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে আদিবাসী জনগণের ব্যানারে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী।

আজ (২৩ অক্টোবর) রোববার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সম্মুখে সিলেট বিভাগের সর্বস্তরের আদিবাসী জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১৩টি পুঞ্জিসহ চা জনগোষ্ঠী, খাসিয়া, ত্রিপুরা, মণিপুরী, সাঁওতাল, গারো ও মুণ্ডা সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমি, চা জনগোষ্ঠী ফোরাম সভাপতি পরিমল সিংহ বাড়ই, মুণ্ডা সমাজকল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক লক্ষণ মুণ্ডা, সঞ্জয় চৌহান, ধীরেন্দ্র সিংহা, সালাউদ্দিন আহমেদ, শ্যামল দেববর্মা ও সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় লাউয়াছড়া নিয়ে কয়েকটি রির্পোটে দুর্নীতিবাজ ও অসৎ বন কর্মকর্তাদের অবৈধ ও বেআইনী কর্মকান্ডকে আড়াল করতে খাসী সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও বাস্তবতা বর্জিত গোজামিলপূর্ণ রিপোর্ট ছাপা হয়েছে, এর প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, রবিবার

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল