১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, রবিবার: শ্রীমঙ্গলে বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের অভিযানে দুইজন পাখি শিকারিকে আটক করা হয়েছ। গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) মিহির কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরবগঞ্জ বাজার থেকে দুই পাখি শিকারিকে বিক্রির সময় আটক করেন।এ সময় তাদের কাছ থেকে ১০টি পাতিসরালি পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, আমাদের কাছে খবর আসে ভৈরবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে বাইক্কা বিলের অতিথি পাখি শিকার করে বিক্রি হচ্ছিলো।আমরা এক মাস ধরে বিষয়টি পর্যবেক্ষণ করি।তারপর আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, চাউতলী বিট অফিসার আনোয়ার হোসেন ও রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী ও আমি অভিযানে যাই। কৌশলে তাদেরকে আটক করি।তবে এদের সাথে আরও কয়েকজন ছিলো, তারা পালিয়ে যায়। এ ব্যাপারে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮ (২) ধারায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক এর কাছে অভিযোগ দায়ের করি। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নূরউদ্দীন আহমেদ/ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D