শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনা: আহত ৬ জেএসসি পরীক্ষার্থী

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনা: আহত ৬ জেএসসি পরীক্ষার্থী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী হাজী আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।আজ রবিবার জেএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অংশগ্রহনের জন্য জানাউড়া থেকে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র আসার পথে চলন্ত বালুর ট্রাকের সাথে সিএনজি’র ধাক্কা লাগলে মূহুর্তেই সিএনজ‘টি রাস্তায় উল্টে যায়, এতে গুরুতর আহত হয়েছে, বর্ণা আক্তার, সুইটিআক্তার, শাহেনা বেগম, রুনা আক্তার ও শায়েক মিয়া তাঁরা সবাই হাজী আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী। আহত অবস্থায় পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে আসলে কেন্দ্র সচিব কবিতা রানী দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেরন করেন। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা শুরুর ১ঘন্টা পরে আহত শিক্ষার্থীদের পরীক্ষার জন্য কেন্দ্র নিয়ে আসা হয়। একজন পরীক্ষার্থীর ডান হাতে ব্যান্ডেজ থাকায় শ্রুতিলেখক হিসাবে বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের ক্লাস সিক্সে অধ্যয়নরত ঋতেষ দাস রাতুল পরীক্ষায় অংশ গ্রহণ করে।শিক্ষক ও সাংবাদিক আনোয়ার হোসেন জসিম জানান, খবর পেয়ে তাক্ষণিক পর্যবেক্ষনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল হক। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন্দ্র সচিব কে বলেন, পরীক্ষার্থীদের যে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়েছে, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে তাদেরসময় যেন বাড়িয়ে দেওয়া হয়। তিনি একজন ডাক্তার কে পরীক্ষার্থীদের সার্বিক পর্যবেক্ষনের জন্য নির্দেশ প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল