সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬
প্রতি বছর ১৫ আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে আসা কেক কেটে নিজের জন্মদিন পালন করলেও এ বছর এ ধরনের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের চলমান সঙ্কট, বন্যার্তদের প্রতি সহমর্মিতার বিষয়টি মাথায় রেখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার কার্যালয়ের প্রভাবশালী এক কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তার ফেসবুকে লিখেছেন,
দেশের বিস্তীর্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের দুঃখ, দুর্দশা আজ সীমাহীন। অন্যদিকে একদলীয় রাষ্ট্রে দানবীয় শাসনের যাতাকলে পিষ্ট মানুষ দিশেহারা। ফ্যাসিবাদী রাষ্ট্রে প্রতিনিয়ত হত্যা, খুন, গুম ও লুন্ঠনের মহোৎসব চলছে।
এহেন প্রেক্ষাপটে এদেশের গনমানুষের একমাত্র ভরসাস্থল, বিএনপি চেযারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ তার জন্মদিনের সমস্ত আনুষ্ঠানিকতা ও আড়ম্বর বর্জনের সিন্ধান্ত গ্রহণ করেছেন।
প্রিয় নেত্রীকে সহস্র সালাম । এমন নেত্রীর কর্মী হতে পেরে আমি গর্বিত।
আগামীকাল সোমবার খালেদা জিয়া ৭১ এ পা দিচ্ছেন। চেয়ারপারসনের কার্যালয়সূত্রটি জানায়, বরাবর খালেদা জিয়া নেতাকর্মীদের আনা কেক কেটে নিজের জন্মদিন পালন করতেন। গ্রহণ করতেন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা। কাটা কেক তিনি এতিমখানাসহ দরিদ্র অনেকের মাঝে বিলিয়ে দিতেন। তবে এবার সেটি হচ্ছে না। দেশের বর্তমান সংকট, বন্যা পরিস্থিতি মিলিয়ে তিনি নিজের জন্মদিন উদযাপন বাতিল করেছেন।
সূত্র আরও জানায়, পরিস্থিতির দিকে খেয়াল করেই প্রয়াত ছোটসন্তান আরাফাত রহমান কোকোর জন্মদিনও তিনি পালন করেননি।
এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি এখনও তার কাছে পৌঁছেনি বলে দাবি করেন। তার ভাষ্য, সিদ্ধান্ত হলে হবে হয়তো, কিন্তু আমি এখনও জানি না।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ৪ আগস্ট খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে ১৫ আগস্ট জন্মদিনের কেক না কাটতে পরামর্শ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সূত্রের ধারণা, কাদের সিদ্দিকীর আহ্বানটিকে গুরুত্ব দিয়েছেন খালেদা জিয়া।
এর বাইরে আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই আহ্বান ছিল, খালেদা জিয়া যেন ১৫ আগস্টে জন্মদিন উদযাপন না করেন।
খালেদা জিয়া গত বছরেও প্রথম প্রহরে নিজের জন্মদিনের কেক কাটেননি। যদিও শেষ প্রহরে শনিবার সন্ধ্যায় রাজনৈতিক কার্যালয়ে কেক কেটে শুভেচ্ছা গ্রহণ করেছিলেন বিএনপি প্রধান। এ বছরও প্রথম প্রহরে কেক কাটার পরিকল্পনা ছিল না তার। এ বিষয়ে বাংলা ট্রিবিউন গতকালই প্রতিবেদন করে।
এ বিষয়ে জানতে চেয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ফোন করা হলে তারা সেলফোন রিসিভ করেননি।
জানতে চাইলে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, আমি শুনেছি তিনি জন্মদিনের কেক কাটবেন না।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd