৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
দেশে বিরাজমান সঙ্কট উত্তরনে মধ্যবর্তী নির্বাচনের দাবি করেছেন ২০ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, দেশে সংকট বিরাজ করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নেই। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়’ সভায় তিনি এ দাবি জানান। প্রবীন এ নেতা বলেন, ধোঁকাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি নয়। দেশের এই সময়ে সরকার, সব রাজনৈতিক দল ও জনগণের আন্তরিক প্রচেষ্টায় সুদৃঢ় ঐক্যের প্রয়োজন। তা কিভাবে হবে জানি না। তবে যারা ক্ষমতায় আছেন তাদেরকে এই পদক্ষেপ নিতে হবে। কর্নেল (অব.) অলি বলেন, দিশেহারা যুবসমাজ আজ জঙ্গিবাদ ও উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে। দেশের এই পরিস্থিতির জন্য সকলকে, বিশেষ করে সরকারকেই বেশি দায় নিতে হবে। যুবসমাজের আশা-আকাঙ্খা পূরণে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংকের অর্থ লুট ও পাচার, আইন-শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থ। তবে বিভিন্ন ক্ষেত্রে কিছু ভালো কাজও করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, বড় আকারের বাজেট প্রণয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন ইতিবাচক বিষয় তুলে ধরেন তিনি। এলডিপি সভাপতি বলেন, শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দলীয় মনোভাব পরিহার করা, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সভায় এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী, আবদুল গণি, প্রকৌশলী কামাল উদ্দিন মোস্তফা ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D