সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক প্রবীন আইনজীবী নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, গত ১৭ নভেম্বর বেলা পৌণে ১১টায় সিলেট কুমারগাঁও বিদ্যুৎ উপ-কেন্দ্রে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ও সুনামগঞ্জের ৪ লক্ষ ৩২ হাজার গ্রাহক হা হা কার ও ভুতুড়ে সিলেট নগরী হওয়ায় গভীর উদ্বোগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, এই চলতি বছরে দেশের ৪টি জেলায় ৫ দফায় বিদ্যুৎ উপ-কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
গত ৮ সেপ্টেম্বর ময়মনসিংহের কেওয়াটখালিতে পিজিসিবির উপকেন্দ্রে ট্রান্সফারমার আগুণ ধরে পুড়ে যায়। এতে ময়মনসিংহের ৪ জেলার মানুষকে অবর্ণনিয় দুর্ভোগ ও দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়।
গণমাধ্যমে প্রকাশ, জ¦ালানি বিশেষজ্ঞদের মতে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার, সীমাহীন দুর্নীতি, সঠিক রক্ষণা-বেক্ষণের অভাবে অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে। বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার কথা নয়। নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ বন্ধে কোন শক্ত নজরদারি নেই। সিলেটের কুমারগাঁও সহ বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনার পিছনে কোন নাশকতা আছে কি-না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
নেতৃবৃন্দ এই অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট যথাশীঘ্রই গণমাধ্যমে প্রকাশে সরকারের নিকট জোর দাবী জানিয়ে আরো বলেন, বিদ্যুৎ বিভাগে ঘাপটি মেরে থাকা আলীবাবা চল্লিশচোর ও বাগদাদের চোরদের সনাক্ত করে স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। অন্যথায় মনে রাখবেন, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd