৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
সন্ত্রাস ও সহিংস চরমপন্থা দমনে বাংলাদেশের সক্ষমতা তৈরিতে বিশেষজ্ঞ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রোববার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সচিব মো. শহীদুল হকের সঙ্গে পৃথক বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেন। বৈঠক শেষে মার্কিন দূতাবাসের বিবৃতি এবং পররাষ্ট্র সচিবের বিফ্রিংয়ে বিষয়টি খোলাসা করা হয়। সচিব শহীদুল হক বলেন, সন্ত্রাস ও উগ্রপন্থা দমনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে। আগামী দিনেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পূণর্ব্যক্ত করেছেন নিশা বিসওয়াল। বৈঠকে উগ্রপন্থিদের দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যৌথ অভিযান বা ঘটনা পরবর্তী যৌথ তদন্তের কোন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্র সচিব তা নাকচ করেন। বলেন, এ দু’টি বিষয়ে কোন আলোচনা হয়নি। গুলশান হামলার পর ইতালী ও জাপান বাংলাদেশে যৌথভাবে কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়েও সচিব সরকারের অবস্থান স্পষ্ট করেন। বলেন, সন্ত্রাসবাদ দমনে আমরা যে কোন দেশের সহযোগিতা নিতে প্রস্তুত, তবে সেই সহযোগিতার মডালিটিজ কি হবে? তা নিয়ে আগে আলোচনা করতে হবে। মার্কিন সহকারী মন্ত্রীর সফরের বিষয়ে সচিব বলেন, যুক্তরাষ্ট্রের তরফে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছেন তিনি। আাগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ হবে তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওই সব কর্মসূচির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনার বিষয়গুলো আরও স্পষ্ট হবে হবে আশা করেন পররাষ্ট্র সচিব।
মার্কিন দূতাবাসের বিবৃতি: পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে বিকালে মার্কিন দূতাবাস একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বাংলাদেশ ও য্ক্তূরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয় নিয়ে সাক্ষাৎ করেন। সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের জন্য তার সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশী অংশীদারদের সঙ্গে আমরা শোক ভাগ করে নিয়েছি। বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার সব সময়ের মতই অটুট থাকবে।’ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল বাংলাদেশের সন্ত্রাস দমনে সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তারও প্রস্তাব দেন। বলেন, আমাদের এই দু’টি দেশকেই সন্ত্রাসবাদের যে বৈশ্বিক হুমকি মোকাবিলা করতে হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।
উল্লেখ্য- দু’দিনের সরকারি সফরে সকালে ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তার সফরের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রচার করা বিবৃতিতে বলা হয়- ঢাকা সফরকালে নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। সেখানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবের বিস্তারিত তুলে ধরবেন তিনি। ঢাকায় কূটনৈতিক সম্প্রদায়, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নিশা দেশাই’র সফরসঙ্গী হিসাবে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত সিং আনন্দও ঢাকায় রয়েছেন। এখান থেকে তারা কলম্বো যাবেন। ঢাকায় মার্কিন মিশন কর্মকর্তা জুলহাজ মান্নান খুনের পর গত ৫ই মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর বার্তা নিয়ে নিশা সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D