সবাইকে সতর্ক থাকার আহ্বান এরদোগানের

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

সবাইকে সতর্ক থাকার আহ্বান এরদোগানের

ardogan_135093_135126নিজ দলের সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। যেকোনো সময় আবার এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এএফপির খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এরদোগান বলেন, ‘সেনা অভ্যুত্থানের চেষ্টা যে অবস্থাতেই থাকুক না কেন, আমাদের সারা রাত রাস্তায় থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে আবার নতুন করে এ ধরনের ঘটতে পারে।’

তুরস্কের ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দুনদার বলেছেন, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা চলে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে রাস্তায় নেমে আসে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সমর্থকেরা। বিস্ফোরণ, গুলি, সংঘর্ষ, সহিংসতায় এ পর্যন্ত ৯০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪১ জন পুলিশ সদস্য ও ৪৭ জন বেসামরিক নাগরিক। এ ছাড়া ১০৪ জন অভ্যুত্থানকারী নিহত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দুনদার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল