সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমে এ দেশকে সোনার বাংলায় পরিনত করার স্বপ্ন দেখেছিলেন। সমবায়ের মাধ্যমে এদেশের সকল শ্রেনী-পেশার মানুষকে আত্মনির্ভশীল হওয়ার স্বপ্ন দেখিয়েছিলন। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিয়ে কাজ করে যাচ্ছেন।
নিতি বলেন, বিভেদ ভুলে সমবায়ী মনোভাব নিয়ে কাজ করলে নিজের, সমাজের ও দেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে। আসছে বছর উপজেলার ১৬১টি সমবায় সংগঠনের প্রায় ১১ হাজার সমবায়ী নারী-পুরুষকে নিয়ে বিশাল আকারে মুজিব বর্ষ পালন করার ঘোষনা দেন তিনি। গতকাল শনিবার সকালে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ছাতক উপজেলা মিলনায়তনে ৪৮তম সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী পরবর্তি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান। বক্তব্য রাখেন, ছাতক পাথর সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান কাজল, ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, ছাতক নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুল মোনায়েম প্রমুখ। সভায় কৃষি ভিক্তিক ক্যাটাগরীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জনকারী সমবায়ী সংগঠন ছাতকের আফজলাবাদ গবাদী পশু ও কৃষি সমবায় সমিতি, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ছাতক বেসরকারী বিদ্যুৎ শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, গোবিন্দগঞ্জ যুব সমবায় সমিতি, আলহাদী ট্রাষ্ট সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, লাফার্জ অধিকৃত ক্ষতিগ্রস্থ ভুমি ভিটেবাড়ী পরিবার কল্যান বহুমুখী সমবায় সমিতি, পান্ডব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও লক্ষ্মীবাউর মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দর হাতে পুরস্কার তুলে দেন এমপি মানিক।
এসময় বিশিষ্ট সমবায়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ী গ্রামের বাসিন্দা, আওয়ামীলীগ নেতা আব্দুস ছালামের পুত্র মোহাম্মদ আলী শান্ত, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে তাকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, সুদীপ দে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সমবায়ী সোয়েব আহমদ, নজরুল চৌধুরী, কাউসার আহমদ, হুসেন আহমদ, দিলবর আলীসহ সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd