সম্মিলিত নাট্য পরিষদের নতুন সভাপতি মিশু, রজত ফের সা:সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

সম্মিলিত নাট্য পরিষদের নতুন সভাপতি মিশু, রজত ফের সা:সম্পাদক নির্বাচিত

27090সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন লিটল থিয়েটার নাট্য সংগঠনের  মিশফাক আহমেদ মিশু। টানা চতুর্থবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রজত কান্তি গুপ্ত।

মঙ্গলবার ( ২ আগস্ট)  সন্ধ্যা ৭টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর মহড়াকক্ষ, সারদা হলে নির্বাচনী চূড়ান্ত প্রক্রিয়া শেষে  ১৪২৩ ও ১৪২৪ বাংলার জন্য দুই বছর মেয়াদের জন্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে তপশীল অনুযায়ী গতকাল মঙ্গলবার ভোট গ্রহণের কথা ছিল। কার্যকরী কমিটির ৯টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে লিটল থিয়েটারের মিশফাক আহমেদ মিশু সভাপতি, সহ সভাপতি পদে আফজাল হোসেন (নাট্যালোক সিলেট, আম্বরখানা) দায়িত্বে আসেন।

টানা চতুর্থ বারের মত নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন,  সুপ্রিয় দেব শান্ত, যুগ্ম সম্পাদক (নান্দিক নাট্যদল), ইন্দ্রাণী সেন শম্পা, কোষাধ্যক্ষ (উদীচী সিলেট), ইসমাইল হোসেন তাফাদার (থিয়েটার সাস্ট) প্রচার ও দপ্তর সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন। অন্যান্যের মধ্যে কার্যকরী কমিটির দায়িত্ব পেয়েছেন নির্বাহী সদস্য শান্তনু সেন তাপ্পু (দর্পণ থিয়েটার), অচিন্ত্য অমিত (নাট্যালোক সিলেট, সুরমা) ও তন্ময় নাথ তনু (নবশিখা নাট্যদল)।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সম্মিলিত নাট্য পরিষদের নীতি-নির্ধারণী কমিটির প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন নব নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পরিষদের অন্যতম পরিচালক কনোজ চক্রবর্তী বুলবুল, চম্পক সরকার। পরিচিতি অনুষ্ঠানে শুভেচ্ছা জানান- প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার মোঃ আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- সদ্য বিদায়ী পরিচালক নিরঞ্জন দে, রওশন আরা মনির রুনা, সদ্য বিদায়ী সভাপতি অনুপ কুমার দেব ও সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।

নব নির্বাচিতদের নাম ঘোষণা অনুষ্ঠানে নাট্য পরিষদের প্রায় সকল সদস্য সংগঠনের প্রতিনিধি ও নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল