সময় হলেই কথা বলবেন আশরাফ

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

সময় হলেই কথা বলবেন আশরাফ

image-43747-1477296844২৪ অক্টোবর ২০১৬ সোমবার: আওয়ামী লীগ‌ের সাধারণ সম্পাদক পদ ছ‌েড়ে দ‌েওয়া প্রসঙ্গ‌ে সাংবাদ‌িকদের প্রশ্ন‌ের কোন জবাব দ‌েনন‌ি সদ্য ব‌িদায়ী সাধারণ সম্পাদক স‌ৈয়দ আশরাফুল ইসলাম। জবাব‌ে তিনি শুধু বল‌েন, ‘সময় হল‌ে এ ব‌িষয়‌ে পরে কথা বলব‌ো।’

আজ স‌োমবার দুপুরে মন্ত্র‌িসভার ব‌ৈঠক শ‌েষে ব‌ের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকরা আশরাফকে প্রশ্ন করেন,‘ক‌েন সাধারণ সম্পাদক পদ ছাড়লেন? নতুন সাধারণ সম্পাদক ন‌িয়ে আপনার প্রতিক্রিয়া ক‌ি?’ জবাবে আশরাফ পরে এ বিষয়ে জানাবেন বলে জানান।

এদ‌িক‌ে আওয়ামী লীগ‌ের নব ন‌ির্বাচ‌িত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদ‌েরও মন্ত্র‌িসভার ব‌ৈঠক শ‌েষে এ বিষয়ে সাংব‌াদ‌িকদ‌ের কাছ‌ে কোন‌ো মন্তব্য করে‌নন‌ি। মন্ত্র‌িসভার ব‌ৈঠক শেষে সরাসরি ত‌িনি ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পূর্ব ন‌ির্ধারিত সাংবাদ‌িক সম্মেলনে যোগ দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জরুরি অবস্থার পর দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসা আশরাফ ২০০৯ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফের উপর ভরসা রেখে তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল