১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বানভাসি মানুষদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্দ দেয়ায় কোন মানুষ খাদ্যের অভাবে অনাহারে মারা যায়নি। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ফলে বন্যার্ত মানুষ সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি শুরু করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দেশে-বিদেশে বসবাসরত বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। আমি আশাকরছি সবাই এক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবেন। ইতিমধ্যে যারা খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এডভোকেট নাসির তাদের সবাইকে ধন্যবাদ জানান।
বুধবার (২৯ জুন,২০২২) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাপ মিয়ার সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাপ মিয়া এবং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D