সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় মাশরাফি মাশরাফি নামক জাদুর কাঠির ছোঁয়ায় ২০১৫ সাল স্বপ্নের মত কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলোকে হারানোর পাশাপাশি বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মাশরাফির বাংলাদেশ।
তবে শুধু দেশি ক্রিকেটের ইতিহাসেই নয়, এবার মাশরাফি নাম লিখিয়েছেন সর্বকালের সফলতম ওয়ানডে অধিনায়কদের তালিকাতেও। অন্তত ২৫ ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শতাংশের বিচারে মাশরাফির জয়ের হার রয়েছে চার নম্বরে।
তার উপরে রয়েছেন কেবল তিনজন ক্রিকেটার, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রনিয়ে। ৭১.৪২% উইন পার্সেন্টেজ নিয়ে মাশরাফি এমনকি পেছনে ফেলেছেন ভারতের সফলতম বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও।
মাশরাফির অবস্থান যেখানে চতুর্থ, ৬০% উইন পার্সেন্টেজ নিয়ে ভারতীয় ক্যাপ্টেন কুল ধোনি আছেন তালিকার ১৫ নম্বরে।
এক নজরে ওয়ানডে ক্রিকেটের সফলতম ১৫ অধিনায়ক
১. ক্লাইভ লয়েড : ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%
২. রিকি পন্টিং : ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%
৩. হ্যান্সি ক্রনিয়ে : ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%
৪. মাশরাফি বিন মর্তুজা : ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%
৫. মাইকেল ক্লার্ক : ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২!
৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%
৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%
৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%
৯. শন পোলক ৬৪.০৬%
১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬%
১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%
১২. ইনজামাম উল হক ৬১.৪৬%
১৩. এ্যালান বোর্ডার ৬১.৪২%
১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%
১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd