সহকর্মিদের শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হলেন আবদুর রাহমান

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

সহকর্মিদের শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হলেন আবদুর রাহমান

20160726অসংখ্য সহকর্মি, আত্মীয় স্বজন ও শুভাকাক্সিক্ষদের চোখের অশ্রুসজল আর ফুলেল শ্রদ্ধায় চির বিদায় নিলেন সিলেটের সংবাদপত্র জগতের প্রিয়মুখ, প্রতিশ্রুতিশীল সাংবাদিক আবদুর রাহমান।
মঙ্গলবার সকাল ১০টায় শেষবারের মতো তাঁর মরদেহ প্রিয় প্রেসক্লাব আঙ্গিনায় নিয়ে আসা হয়। প্রিয় এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখার জন্য প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ভিড় জমান। অধীর আগ্রহে সবাই আবদুর রাহমানের লাশের অপেক্ষায় প্রহর গুনেন। প্রেসক্লাব প্রাঙ্গনে যখন তাঁর লাশ নিয়ে আসা হয় তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। বুক ফাটা কান্নায় হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয় গোটা প্রেসক্লাব জুড়ে। গোটা প্রেসক্লাব প্রাঙ্গণ শোকে মুহ্যমান হয়ে পড়ে। সদাহাস্যজ্বল প্রাণবন্ত আবদুর রাহমানকে অকালে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন পরিচিত মহল এবং দীর্ঘদিনের সহকর্মিরা। প্রেসক্লাব প্রাঙ্গনে আবদুর রাহমানের জানাযার নামাজের পূর্বে কান্না জড়িত কন্ঠে সহকর্মিকে নিয়ে শোকপ্রকাশ করে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি আহমেদ নূর ও গল্পকার-সাংবাদিক সেলিম আউয়াল। সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব প্রাঙ্গনে তাঁর নামাজে জানাযা অুনষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফিজ আসলাম উদ্দিন। জানাযা শেষে আবদুর রাহমানের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিলেট সুজন সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারী ফখরুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফয়সল ও হাসান পাটোয়ারি রিপন, খেলাফত মজলিস মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আহমদ, এপিপি এডভোকেট শাহজাহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম চৌধুরী লিটন, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, আল আজাদ, মো. বশির উদ্দিন, চৌধুরী মুমতাজ আহমদ, সালাম মশরুর, দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক সবুজ সিলেটের উপ সম্পাদক আ.ফ.ম. সাঈদ, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়ূন রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল আহাদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ মো. নোমান, সদস্য কাউসার চৌধুরী ও মো. কামরুল ইসলাম, দৈনিক দেশ বর্তমানের ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী ও সিনিয়র রিপোর্টার জেড এম শামসুল, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, চ্যানেল এস’র চিফ রিপোর্টার মো. মঈন উদ্দিন মনজু, দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিন, সাহিত্য সম্পাদক মো. আব্দুল মুকিত অপি ও রিপোর্টার মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান ও সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ইক্বরা টিভির সিলেট প্রতিনিধি আহমাদ সেলিম, ইউএনবির সিলেট প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, দৈনিক যুগান্তরের যুক্তরাজ্য প্রতিনিধি গোলাম মোস্তফা ফারুক, এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মো. মুহিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম আহমদ আলী, আনাস হাবিব কলিন্স, ডেইলী স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান ফারুক আহমদ, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, এসএ টিভির সিলেট ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম শাহ, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক ও খালেদ আহমদ, বাসসের জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার মির্জা সোহেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী ও কোষাধ্যÿ এ এইচ আরিফ, দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ, দৈনিক দিনকালের ফটো সাংবাদিক শেখ আব্দুল মজিদ, শিÿক কল্যাণ ঐক্য পরিষদ সিলেটের সভাপতি ফরিদ আহমদ, সালুটিকর ডিগ্রী কলেজের অধ্যÿ শাকির উদ্দিন, সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যÿ নজরুল ইসলাম, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যÿ ফজলুল হক, কাউন্সিলর ও এসসিএসের কোষাধ্যÿ এবিএম জিলøুর রহমান উজ্জল, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, সিলেট চেম্বারের পরিচালক খন্দকার সিপার আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইফতেখার আহমদ লিমন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ ও স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ূম, মাছরাঙা টিভির স্টাফ রিপোর্টার শাকির হোসাইন, বাংলাদেশ বেতার সিলেটের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম নাচন, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের আজীবন সদস্য শাহ শেরওয়ান কামালী, সহযোগী সদস্য আবু তালেব মুরাদ ও মুহিত চৌধুরী, প্রভাষক নাজমুল আনসারী প্রমুখ।

চিরনিদ্রায় শায়িত আবদুর রাহমান
চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের অকাল প্রয়াত সাংবাদিক আবদুর রাহমান। বেলা আড়াইটায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগীপুরে দ্বিতীয় নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি আহমেদ নূর, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, গল্পকার সেলিম আউয়াল, সাংবাদিক মো. ফয়ছল আলম, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মধুসহ তাঁর নিকটাত্মীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল