সহ-পরিবারের রাগীব আলী এখন!

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

সহ-পরিবারের রাগীব আলী এখন!

918গ্রেফতারী পরোওয়ানা জারির দিনেই ভারতে পাড়ি জমালেন সিলেটের শিল্পপতি ও আলোচিত ব্যক্তি রাগীব আলী।
বুধবার সূর্যাস্তের পর জকিগঞ্জ সীমান্তের কুশিয়ারা নদী হয়ে নৌকায় ভারতে প্রবেশ করেন তিনি।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার বিকেল ৩টায় রাগীব আলীসহ পাঁচজন জকিগঞ্জ সীমান্ত ইমিগ্রেশনে পৌছান। সেখানে কাগজপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে একটি নৌকা যোগে রাগীব আলীসহ সঙ্গীয় ৫জন ভারতে চলে যান।

উল্লেখ্য রাগীব আলী তার ছেলেমেয়েসহ ৫জনের বিরুদ্ধে বুধবার সকালে স্থানীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরু গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন। তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলায় রাগীব আলীসহ ৫জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করা হয়।

ফেসবুকে সিলেটের দিনকাল